কে বলে চাঁদ বৃত্তাকার, চাঁদ তোমার মত  
আলোহীন এবং জ্ঞানহীন।
চাঁদকে পাহারা দেয় তোমার মত
কাজহীন এবং কর্মহীন।


তাই শুধু তোমাকেই......
শুধু তোমাকেই....
তোমাকেই...
সুতারং এবং  ঘ্রান ও ঘৃণা, প্রেম ও সুধা।
সাম্যবাদ থেকে গনতন্ত্র,  পুঁজিবাদের নতুন ধাঁধা।