সারাবেলা গানে গানে মিশে যায় সময়
ভয়-সংকোচ-ভীরুতা কিছু নেই,
সংযমের আখ্যান ভাগে লেখা নেই
নিরপেক্ষতার বাণী।
মৃতের কল্যাণে গাঁথা কবিতা  
দিনপঞ্জিকা থেকে উধাও হয়ে যায়।


সেই হারানো সময় মেলে ধরে হাজারও
কথা__
এই যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে
একবার বলতে পারলেনা__
"তোমাকে ভালোবাসি"
নাইবা বললে, তবে কি বৃথা জীবন?


পাখিজোড়া উড়ে যায়    
তখন মনে হয়__    
ঘরছাড়া পাখি একদিন ঘরে ফিরবে  
সুরহারা বাঁশি একদিন বেজে উঠবে।