অবহেলার পরে অবহেলা জমে
তৈরি হয় একটা শরীর,
আর বাঁক নিতে থাকে নদীর মত
তারপর বানভাসি হয় কতশত।


মনের পরে মন জমে তৈরি হয়
একটা জগৎ,
আর বাঁক নেয় পৃথিবী
তারপর বেঁচে থাকার পথ খুঁজে পাওয়া।


প্রাণের পরে প্রাণ জমে তৈরি হয়
একটা স্বাধীনতা,
আর বাঁক নেয় রাষ্ট্র
তারপর মুক্তির পথ খুঁজে পাওয়া।


ভালোবাসার পরে ভালোবাসা জমে
তৈরি হয় আলো,
আর বাঁক নেয় জীবন
তারপর সবকিছু ইতিহাস হয়ে যায়।