এপারে আমি থাকতেই পারি
ওপারে যেমন তুমি,
মনে মনে কথা এক হয়ে যায়
কাঁটাতার জেন সিঁড়ি।


তোমার স্বপ্ন ঢেউ খেলে খেলে
মিশেছে গঙ্গা পাড়ে
আমার স্বপ্ন একলহমায় পদ্মার কিনারে।
শিশুকাল থেকে এক উঠানের ধুলায় ধুলায় মিশে
প্রেমবিরহে আলাদা হয়েছি স্বপ্নতো নয় মিছে।


তোমার চোখে কান্না দেখেছি বাহান্ন-একাত্তর
একই কথায় শোকমালা গেঁতেছি
বলেছি প্রতিবাদ হোক।
আলাদা করেছো সংসার যাপন
প্রেম তো মিথ্যে নয়
আজও একান্তে তোমার কথা মনের বাতাসে বয়।