এ ঘর সংসার-টুপটাপ বৃষ্টির আড়ালে ভেসে যাক
ক্রোধ হোক লজ্জা জীবন্ত বাতাস বয়ে যাক;
টনটনে সন্ধ্যায় বাঁকনিক জীবনের ছন্দ
মনগড়া বিশ্বাস ভেঙে যাক দিনান্তে অজস্র;
আস্ফালন নিভেযাক কোকিলের হাঁকডাক বসন্তে
মরুময় উত্তাপ ডেকে নিক সমুদ্র;
সহিষ্ণু ভাবনারা ডানামেলে উড়েযাক কাশ্মীর
হিমালয় ছুঁয়ে যাক আমাদের কন্যাকুমারী....


আমাদের বিশ্বাস চর্চিত স্রোতের প্রতিকূলে
ধুয়ে যাক অগনিত আজগবি রাত্রি;
আমলার চশমা ভেদহোক তোলাবাজ মামলা
লজ্জার মাথাটা হেঁটহোক আবদারী অফিসে;
একবেলা আমরাও একহই বিশ্বাসী ভাবনায়
খড়কুটো জমা হলে বৃষ্টিও মাঝে মাঝে বেগ পায়...