আবার তুমি রাগো
  ফাহমিদা ইয়াসমিন


অসহায় থেকোনা হে ভগিনী
এগিয়ে চলো আজ,
যেথায় আছে আঁধার কালো
মুছড়ে ভাঙ্গো লাজ।


তোমার হাতেই বিশ্ব গড়ে
তোমার হাতেই সভ্যতা,
তোমার কাছেই সৃষ্টি হবে
ভালোবাসার নম্রতা।


নারী তুমি
নারীর মতো করো নিজের কাজ
তবেই হবে শ্রেষ্ঠ মানুষ
পড়বে হীরক তাজ।


তোমার মায়ায় বাড়বে শিশু
দেখবে যে পথ আগামি,
তোমার মূল্য যে দিয়েছে
সেই হয়েছে দামী।


সময় এসেছে বদলে যাবার
বদলে দেবার
হে ভগিনী জাগো,
নরপশু মগজ ভেঙ্গে
আবার তুমি রাগো।।