বাবার মুখে শোনা মুক্তিযুদ্ধ
ফাহমিদা ইয়াসমিন


বাবা যখন মুক্তিযুদ্ধের কথা বলতেন
অবাক হয়ে শুনতাম বাবার মুখের কথাগুলো
ভাই বোনেরা কেউ কেউ গালে হাত দিয়ে
কেঁদে ফেলতো।
পাকহায়েনাদের অত্যাচারে বাড়িঘরপুড়ানো
রাজাকারদের লুঠপাট
ভারতের পথে শিশু কিশোর বৃদ্ধ বৃদ্ধার পদযাত্রা
নিরবে কষ্টে ভরে যেতো মন।
নদীতে ভেসে যেতো লাশের পর লাশ
রাস্তা ঘাটে লাশ আর লাশ।
শিয়াল কুকুরের রাশ টানা হেঁচড়া ছিলো
খুব স্বাভাবিক ব্যাপার।
নয়মাস যুদ্ধ করে মুক্তি সেনারা
প্রচন্ড শীত জল কাদা মেখে


বীরের মতো লড়েছিলো পাক শকুনীর বিরুদ্ধে
খেয়ে না খেয়ে যুদ্ধের মাঠে কাটাতো দিনের পর দিন।
কোন এক অগ্রাণে পালিয়ে গেলো পাক হায়েনা
যেদিন বিজয় এলো
প্রতিটা ক্যাম্প থেকে বেরিয়ে এলো
নিপীড়িত নারীগণ
শোকের বাতাসে ভারী হলো লাশ আর বেদনায়।
বাবা যখন মুক্তিযুদ্ধের কথা বলতেন বাবার চোখে ভরে যেতো
জলের সাগর।।