বদলের খেলা
ফাহমিদা ইয়াসমিন
সময়ের সাথে সাথে বদলে যায় মানুষ
বদলে যায় গ্রাম শহর প্রকৃতির রূপ রঙ
তবুও এগিয়ে যেতে চায় পিছনে ফেলে
যাবতীয় কোলাহল বিষাদের প্রাচীর।


দেখতে দেখতে বদলে যায় নদীর গতিপথ
দেখতে দেখতে মরুতে বেড়ে ওঠে সবুজ
কতোটা বদলে গেলে ধান্ধাবাজ হয়ে ওঠে
পৃথিবীর বুকে মহামান্য মানব।