উঠোনে ঘুমুচ্ছে খোকা
ফাহমিদা ইয়াসমিন
.....


আবরার এর বয়সটা
আমার বড় সন্তানের বয়স
আবরার আমার সন্তান
এই মাত্র ছেলেটা বাড়ি থেকে গেলো
কেমন করে ওরা আমার
প্রদীপটাকে নিভিয়ে দিলো।


যেদিন বুয়েটে ভর্তি হলো
কত কি বলেছিলো
খুশির জোয়াড়ে খোকা আমার
কত খুশি হলো।
শ্রেষ্ঠ বিদ্যাঙ্গন
তোমার বুকে আমার খোকার মরন
কেমন করে সইবো বলো
এমন যাতনা,
আবরার মরেনি মরেছো তোমরা
তোমাদের মতো শত হায়েনা।
মরেনি আমার খোকা
এইতো আমার সামনে হাসছে
খেলছে কত কি যে বলছে।
কতটা নির্যাতনে মেরেছিস
আমার বুকের মানিক,
ওরে পশুর দল
এমন করলি কেন
বল আমাকে বল।
উঠোনে ঘুমুচ্ছে খোকা
আর যাবেনা ঢাকা
উঠোনে ঘুমুচ্ছে চির ঘুমে
আমার চোখের সামনে।