ঠিকরে পরা জোছনার মায়াবী আলোতে
লিখছিলাম কাঁপা কাঁপা হাতে
সেই স্মৃতিময় চিঠিখানা
চোখ দিয়ে বেরুচ্ছিল জল
একটু একটু ফোটা ফোটা,
বিশ্বাস হয়নি আমার কখনো
এত সহজে তোমার আড়াল হয়ে যাওয়া
আমার জীবন থেকে দূরে চলে যাওয়া,
কত তাড়াতাড়ি ঘটল ব্যাপারগুলি
মিলিয়ে নিতে পারিনি এত সহজে।
শুধু চেয়েছিলাম কাছে থাকতে তোমার
পাশাপাশি ঘুরতাম বিশ্ব জুড়ে
কথার চলত আদান প্রদান
রাতদিন প্রতিদিন সীমাহীন
কিন্তু জুটল না যে এতটুকু সুখ,
আঘাত করলে তুৃমি তীব্রভাবে
আমার এই ক্ষুদ্র হৃদয়ে,
দেখালেনা এতটুকু সহানুভূতি
খেললে আমার মনটি নিয়ে
করলে মন ভুলানো যত খুনসুটি
স্মরণে থাকবে যে আজীবন
তোমার এই বিরাট প্রতারণা
ক্ষমা করতে কি পারব আমি
তার সেই জঘণ্য ছলনা।