আমি ভুলতে চাই সেই তিক্ত অতীত
সেই মন ভুলানো নিখুত সুন্দরীর কথা
যার বহির্ভাগ ছিল সাজানো অভিনয়
আর অন্তর্ভাগে ছিল অপরিসীম স্বার্থপরতা।
অনেক খরার সময় পেয়েছিলাম তাকে,
ফেসবুকের সেই চ্যাটিংয়ের ফাকে।
এক অদ্ভুত অস্থিরতা আর অধিকার
নশিন ফলাতো আমার উপর খুবটি করে।
জানিয়েছিলাম আমি তাকে তাই
আমার করুণ সব অতীতের স্মৃতি
তার বিনিময়ে ভাবিনি কখনো
পেতে হবে এই শত্রুতাসূচক দৃষ্টি,
পরীক্ষার পর তাই বাড়ল খুব দূরত্ব
আমাদের মাঝে নেই হয়ে গেল
আগের সেই আন্তরিক বন্ধুত্ব।
বেড়ে গেল খুব করে লাগাতার কথা কাটাকুটি
আমার মন গিয়েছে ততদিনে ভেঙে
করতে পারছিলাম না আর বার্তার খুনসুটি।
এরপর ফেসবুকে তাকে করতে হল পর
তবুও মনে সে থেকে যায় দিনদুপুর
আর মধ্যরাতের সেই জমকালো কথোপকোথন
চললনা আমাদের মাঝে খুব বেশিদিন
মেয়ে পড়েছে ততদিনে প্রাতিষ্ঠানিক প্রেমে
সফল বর পেতে চায় সে
যে কোন কিছুর পরিণামে।
আমিও তাই বিদায় দিলাম তাকে
এই কনক্রিটের পৃথিবীতে শেষমেষ।
কারণ ধরতে পারে সে অন্যের হাত,
যেকোন সময়ে যেকোন রূপে,
সেই ছলনাময়ী সৌন্দর্য দিয়ে
আপ্রাণ চেষ্টায় লাফ দিবে সাফল্যকূপে
তার স্বপ্ন তখন বাড়িয়ে দিবে তাকে
এক সফল কৃত্রিম রাজকুমার যখন
নামভুলানো ভালো বাসায় যাবে মেয়েটিকে নিয়ে
করে নিবে তাকে শেষমেষ বিয়ে,
মেয়েটি তখন অধিকার ফলাবে
বরের কাধে রেখে হাত
আর বলবে এতদূর পথ ধরে আসতে
দিয়েছিল সাহায্যের হাতটি বাড়িয়ে,
আমাদের মত কিছু অচেনা বন্ধু,
কাটিয়ে দিয়েছিল মেয়েটির অমানিশার কালো কিছু রাত।