বাস্তব আর কল্পনার মাঝে অদ্ভুত সীমারেখা
জীবনটা আজ অনেকটাই মুহূর্তহীন,
চারিদিকে চলছে দূরে সরে যাওয়ার প্রতিযোগিতা
মমতা ভালোবাসা আজ লাগে অর্থহীন।
বহিরাগত মানুষজন হয়না কভু আপন
করে অকারণে মানসিক জ্বালাতন,
তাই একসময় বৃদ্ধিপ্রাপ্ত হৃদয়ের দূরত্ব
আর করা হয়না পূরণ।
ব্যস্ততা আর অবসরের মাঝে এতটুকু ফারাক
তার মাঝে কত নাটকীয়তা,
আর এড়িয়ে যাওয়ার তীব্র অভিনয়
কাটিয়ে তোলা যায়না তাই মনের হাজারো জড়তা।
জীবনটা তাই চলছে নিত্যনৈমিত্তিক ভাবে
মাঝে মাঝে তীব্র প্রখর কিছু অভাবে,
একটু একটু মান অভিমানে
চলতে হয় ব্যতিক্রমী কিছু স্বভাবে।