ঘুম ঘুম চোখে
সকাল বেলা চলে নাস্তাপর্ব
তারপর আবার সেই ব্যস্তজগত
পৃথিবীর নিখুত বাস্তবতার মাঝে হারিয়ে যাওয়া
হতে হয় ক্ষেত্রবিশেষে স্পেশাল এক রোবট।
জীবনের এই উত্থান পতনের খেলা
বুঝতে শিখেছি হয়নি বেশিদিন
প্রিয়জনগুলো সরে গেলে দূরে
হুশ ফিরে আসে তাড়াতাড়ি
সুখের অনুভূতিগুলো হয়ে যায় ক্ষীণ
অনেক দিন পর ছন্দে ছন্দে
মেতে উঠেছি কাব্যিক লাইনের মেলায়
যদি আবার আসে ফিরে সেই দিনগুলি
দুঃখগুলি যেন চোরাগলি দিয়ে পালায়।