আমি এক রূপসীকে চিনেছিলাম
একটু আধটু তাকে জেনেছিলাম
শুধু পারিনি বুঝতে সেভাবে তাকে
হঠাৎ সে হারিয়ে গেল অচীন সীমান্তের বাকে
তাই আজ জিজ্ঞাসা করি তাকে
ভালোবাসবে কি তবে আমাকে
নাকি আবার দিবে ফিরিয়ে
সুখ আর আনন্দটুকু নিবে ছিনিয়ে
মিষ্টি স্মৃতিতে একে কালো রেখা
হঠাৎ করে তুমি যাচ্ছো হারিয়ে
তাই আজ যখন তাকাই জানালার বাইরে
খুজতে চাই অজান্তে তোমাকে
নকশা করা তোমার সাদা কামিজ
আর অদ্ভুত গাঢ নীল সালোয়ার
সুগন্ধে পেতে চাই তোমায় আবার
কেন যে ভুল বুঝলে তখন এভাবে
ফিরতে পারোনা ঠিক পুরনো স্বভাবে
চাইলে আজ দইফুচকাই খাবে
নাকি বেয়ারী থেকে আইসক্রিম কিনবে
আর হেসে হেসে বলবে আমায়
তোমার হৃদয়ে আমাকে বেধে নিবে?