জানালার বাইরে ছিল কবিতা
ফাতেমাতুন নূর


রোজকার মতোই টেবিল ঘেঁষে বসে ভাবছি একখান কবিতা লিখব
কিন্তু,কী লিখব ভাবছি
মাথায় আসছে না কোনো লেখা
ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে ফ্যালফ্যাল করে চেয়ে আছে


হঠাৎ দেখি একটা জোনাকি উড়ছে ঘরে
আমার আশেপাশে ঘুরঘুর করছে
ঘরের ডিমলাইটের আলোয় ওর অঙ্গের আলোটা বেশ চমৎকার লাগছে


সামনে কফির পেয়ালাটা রাখা আছে ভুলেই গিয়েছি
জোনাকিটা পেয়ালার হাতলে বসে চেয়ে আছে আমার দিকে
হয়ত সে বলতে চাইছে, ' কফি ঠান্ডা হতে চলল খেয়ে নাও  '
মনে পড়ে গেল, চুমুক দিয়ে দেখি কোল্ডকফিতে পরিণত হয়েছে ওটাই খেয়ে ফেললাম,
অন্যরকম স্বাদ
মাঝরাতের ঐ সঙ্গীনিকে শুকরিয়া জানালাম


সে চলে গেল যেদিক দিয়ে এসছে সেদিকে
মনটা ভারাক্রান্ত হলো আমার
একটু পরে দেখি সে তার সঙ্গীকে নিয়ে ফিরে এলো
দুজন একসাথে এসে মিটিমিটি আলোয় কি যাদু করলো আর মুহূর্তে  আমার কবিতা লেখার মনকে জাগিয়ে দিয়ে উড়ে চলে গেল


জানালার বাইরে বিভীষিকাময় আঁধারে...