জলদি আয়রে
ফাতেমাতুন নূর


কনকনে শীত আসবে কবে
খাবো পিঠেপুলি,
জিভেতে জল আসছে তাই
মনটা শিকেয় তুলি।


ভাপা পিঠের গরম ধোঁয়ায়
নাচে লোভী মনটা,
পাটিসাপটার স্বাদের আশায়
যায় চলে যায় ঘন্টা।


শীত রে তুই আয় না রে আয়
বসতে দেবো পিরিতে,
খেঁজুর রসের শরবত দেবো
পান করে যাস জিরিতে ।


লেপকাঁথাটা পড়ছে মনে
উঁকি দেয় সে বাক্সে,
মিটমিটিয়ে চোখটা মেরে
খিলখিলিয়ে হাসছে।


নবান্নতে নতুন ধানের
সুঘ্রাণেতে ভাসছে,
ঠান্ডা- গরম পেয়ে সবাই
খকখকিয়ে কাশছে।


জলদি আয়রে ডাকি তোরে
দেরি যে আর সয় না,
আদরেতে রাখব তোরে
পরিয়ে দেবো গয়না।


২০/১১/১৮