তুমি কুহেলিকা হয়ে এসে,
হৃদয়ে তৈরি প্রেমের গৃহে,
ফেলে গেলে পদচিহ্ন
রেখে গেলে সুর,
সে সুর আমায় পোড়ায় ভীষণ,
তোমারে করেছে দূর।


তোমার ছন্দ মাখা ময়ুরী পেখম,
করলো পাগল আঁখি,
রুপের ছটায় নয়ন নিলে,
করলে বনবাসী।
এখনো রোজ করে তারা,
তোমার ঐ না হাঁসি।


সন্ধ্যা-নিশি, ভোর-দুপুরে
হৃদয় চষাও ব্যাথায়।
এমন ব্যাধি ঘটলো আমার
ঔষধ পাবো কোথায়,
এর থেকে ঢের মরণ ভালো,
ভীষণ শীতল সেথায়।


এমন করে রোজই মারো,
স্মৃতির আঘাত দিয়ে,
মারছো কেনো এমন করে?
বলো মুখটি দিয়ে,
পায় ধরে কই, রেহাই করে
বাঁচতে দাও আমায় পিয়ে।