পৃথিবী জুড়ে কেবল না পাওয়ার জয়গান
সে রঙ্গিন হলুদ পাখি
উজ্জ্বল পালক, নির্লিপ্ত কণ্ঠ-চোখ
আমি ডানাভাঙ্গা পানকৌড়ি
অদৃষ্টে ভয়ানক ব্যবধান।


আবছা আলোয় ভেসে উঠে, হেসে ওঠে
তার মন কেমনের গান।
আবার নাকি ডুবেও যায়
গান বাধানো প্রাণ।


তার সাথে পা মিলিয়ে
লোভী চোখে তাহার চোখে চেয়ে,
নিজেই যেন তৈরি করি
অনেক ব্যবধান।


হঠাৎ করেই ছুয়ে দেখা তারে,
তারপরেও মন খারাপ হয় আমার
এই বুজি হায় হারিয়ে গেলাম
ব্যবধানের ভীরে।


সে রঙিন হলুদ পাখি,
আমি মদ্যপ অধম লোভী।
চোখের মায়ার ব্যবধানে
রোজ মন খারাপেই ফিরি।


লেখাঃ ব্যবধান
কলমেঃ Fab Foysal


#বইমেলাতেইলিখি
১১/০২/২০২৩