তুমিহীন আমার,
প্রশান্তি কেবল ছন্দপতনে,
আলো থেকে একটু দূরে,
আধার উদযাপনে,


এক নিস্তব্ধ প্রেতাত্বা হয়ে,
ঘুরে ঘুরে তোমায় ছুয়ে,
তোমার কোলে উবু হয়ে,
অদৃশ্য ক্রদনে।


রাত্রি বিসর্জন দিয়ে,
ভোরের একটু আগে,
পৃথিবী যখন নিরব থাকে
হালকা সমীরনে।


ভোরে আলো ফোটার পরেই,
ঝিরিঝিরি বৃষ্টি নামুক গগণে।
আমি জানালা দিয়ে চেয়ে রই,
আকাশ কেন কাঁদে? কার বেদনে!


মুহূর্তেই ছেয়ে যায় কালো মেঘ,
শহর জুরে এই বুজি এল বৃষ্টি,
আমি আতকে উঠি,
তুমিহীন প্রসান্তিতে।


বৃষ্টি ফোঁটা ভেজায় সবই
নয়ন তারার ফুল।
শহর জুড়ে বৃষ্টি নামুক,
ভিজুক তোমার চুল।
বেলাশেষে ভিজবো আমি,
তুমিই ছিলে ভুল।