এই যে তাঁর বিশালতা
আমায় দিল ধার,
আমিও কেবল জিইয়ে নিলাম
ব্যথিত বাহার।
ফিরে এলেই ফিরিয়ে দিব।
দ্রুতই আসুক ফিরে,
এই শহরটা ফাঁকাই রবে
হাজার লোকের ভীরে।
বিটুর শহর ভূতের গলি
চায়ের সাথে ধোঁয়া।
জয়ের জন্য যোদ্ধা ছুটে
রেখে গেলো ছোয়া।