জীবন যদি শূন্যতার হিসেবে,
এক পৈশাচিক অনুভূতির নিঃস্বরণ ঘটায়
তবে তার কোলজুড়ে ঠাই নেয়
ভালবাসা কিংবা প্রেম নামক এক ব্যাধি।
এই ব্যাধির প্রতিষেধক কি আছে?
কেউ কি কখনো পেয়েছে?
কেউ যদি স্মৃতির অতল কৃষ্ণগহ্বর থেকে
বেরুতে চায়,
তার পথ রোধ করে দাড়ায়
এক যৌবনদীপ্ত নারী।
অতঃপর স্মৃতির কৃষ্ণগহ্বর থেকে বের হবার বদলে
ক্রমশ তলিয়ে যায় আরো গভীরে।
সুতরাং ভাগফল হয় পৈশাচিক অনুভূতি
ভাগশেষ হয় শূণ্যতা।
হিসেবের মার্কিং করতে হয়
বিয়োগ চিহ্ন সামনে রেখে।