আমি ফিরে আসি ভীরে
খুজি তোমার চিরচেনা চিবুক,
এরপর, প্রস্থান নিই বুক ভরে।
নিঃশ্বাস করি ভারী আবার
জগতে মোহ টোহ ছাড়ি শতবার
ভাবি নিব পূণ্য খুঁজে শেষবারে
মরে গিয়ে একটিবার ঠাই হোক বেদীর ওপারে।
যে বেদী নির্মিছো তুমি
আমার বুকের দহন দিয়ে
তোমার মূর্তমান নাটকীয় প্রেমকাব্যের
শেষ পৃষ্ঠার শেষ শব্দ দিয়ে।
ঠাই চাই সে বেদীর ওপারে।
ঠাই হোক।
হোক অপমৃত্যু।