শুভ্র কপালের দুপাশে,
ঝলঝলে কালো চোখের টানা।
নিশ্বাসের শব্দের ঠিক একটু উপরে,
আলতো করে এক বিন্দু আনা।
যেন মুহিত করে হাজারো নর কে,
ভালবাসা বাড়িয়ে দেয়,
প্রেমিকের বুকে।
যেন হাত দিয়ে ছুই ছুই,
এ কপালে কেনো বসেছিস
কালচে রঙ্গা টিপ তুই।


এই বুজি নজর লাগে,
আমার পরানে ব্যাথার বাণ ডাকে,
কালচে রঙ্গা টিপ যদি হায়,
কেড়ে নেয় ঐ প্রিয়াটারে।
তারে আমিই কেবল ভালবাসি,
আড়ালে আড়ালে হাসি।
তার টিপের মায়ায় হই খুন বারবার,
আবার দেখার নেশায় বেঁচে থাকি আবার।
যেন স্বর্ণরতার ফুলে,
রাঙ্গা হয়েছে ডাল।
সোনালি আলো ডেকে যায়,
কালচে টিপের মায়া জালে।


এই টিপ স্বপ্নে রোজ পড়িয়ে দেই,
তার কোমল কপালে,
তবে দেখা হয় না সে রূপ,
পিছলে পড়ি শৈবালে।
নরাধম পাপী রই,
স্বপ্নে তারে ছুই বলে।
আবার স্নানেরত হই,
চন্দনের জলে।
এই কালচে টিপ অভিশাপ,
কেড়ে নেয় তারে।
আমার হৃদয় সমাহিত হয়,
কালচে টিপের আড়ালে।