পান্নাবালা!
নীলক্ষেতের পুরোনো বইগুলোতে
শত শত প্রেমিকের আর্তনাদ
নতুন পাঠকের চোখে,
পাগলের প্রলাপ মনে হচ্ছে।
ভেবে মরে যাচ্ছে পাঠক,
কে ছিল এই পাগলের মনে!
নতুন পাঠক যখন পুরোনো পাঠকের
জায়গা দখল করে নেবে।
তখন আর্তনাদ হাহাকারে রূপ নেবে নিশ্চিত।
তখন ভেবে কিংবা না ভেবেই বলবে,
কে ছিল সেই বেঈমান।
যে একটা আস্ত-সুস্থ মানুষকে
পাগল বানিয়ে দিয়েছিল!