মানুষ বদলায়,
ঠিক তোমার মত করে বদলায়,
১৫ কোটি ৭৬ লক্ষ ৮০ হাজার সেকেন্ডের
ভালবাসার পরও বদলায়।
এমনিভাবেই বদলায়,
যেন তার সাথে ইহজগতে কোনদিন,
স্বাক্ষাত কিংবা ছায়াও মাড়ানো হয় নি।
বদলায় এমন করে যেন তার,
চোখ কোন পুরুষ দেখেনি।
বদলে যায় এমন করে
যেন তার কান কোনদিন
ভালবাসি শব্দটি শোনেইনি।
এমনভাবে বদলায় যেন,
তার হাত কোন চিরকুট লিখে নি।
এমনভাবে বদলায় যেন তার,
শরীরে কখনো নীল শাড়িই ওঠেনি।
এমনভাবে বদলায় যেন,
সে কখনো রিকশাতেই চড়ে নি।
এমনভাবে বদলায় যেন,
সে কোন স্কুলেই পড়েনি।
এমনভাবে বদলায় যেন,
সে নয়নতারা ফুল দেখেনি।
এমনভাবেই বদলায়,
যেন সে সদ্য অনাগত কেবল,
তার কোন ত্রুটির রেশ নেই।
ইয়ত্তা নেই তার রূপের,
সে যে বহুরূপী,
সে কখনো সরস্বতী,
কখনো কৃষ্ণের বাঁশি।
কখনো রাবণের রানী,
কখনো দূর্গার শূল,
এ পরিবর্তন না যেনে করেছি প্রেম
সে যে বড় ভুল।