পান্নাবালা!
এই যে দেখো তোমার আঁকা গৃহ
আছে কত সুখ ঝলোমল আলো।
ভুল করে যে আঁকলে না আমারে
সেথায় কোথাও রাখলে না তোমারেও।
দেখো কেমন শূন্য ভীষণ আলোয়।
আঁকলে না তাই হলো না লোকালয়।
রইল হয়ে জীবন্ত কম নির্জীব ভীষণ ছবি।
এ কি তবে ইচ্ছে করেই আঁকা?
নাকি তোমার হৃদয়টাতেই ফাঁকা!
যেথায় আমি ছিলাম না আর কভুও!
এমন প্রেমে হয়না মরন তবুও।
কেমন জানি গল্প হয়ে গেলো,
তোমায় নিয়ে কত শত আশা।
আজ তা কেবল হয়েছে হতাশা।
জীবন যদি তোমার ছবি আঁকে!
ধরো তোমায় আঁকলো ভালো করে,
সেথায় আবার রাখলো ভালো করে,
শুধু তোমায় না দেয় যদি মন!
যদি নাহয় আর কেহ আপন!
আমায় কি খুব পড়বে মনে সেদিন?
ডাকবে আমায় চোখের জলের ভাষায়!
নাকি সেদিন নিরাশ হবে,
খুজবে কালি, আকবে আমায়
বিফল ভালবাসায়।