বদলাইয়া গেলেই
সব বদলায় না,
গান থাইমা গেলেও ক্ষাণিক মনে বাজে।
ভাতের হারি নামাইয়াই কেউ খায় না
সবুর করে,
নাইলে মুখ পোড়ে,
তাই বলি বদলাইয়া গেলেই
সব বদলায় না।
তোমার মনের মানুষ বদলায়,
প্রেমের ধরন বদলায়,
হাতের চুড়ি আর বুকের ব্রাও বদলায়,
মাইয়ের বোটা কি বদলায়?
বদলায় না!
তাই আমি বলি-
বদলাইয়া গেলেই,
সব বদলায় না।