উল্লাসে ভুল করা তোমার ধর্ম,
এড়িয়ে যাওয়াই আমার কর্ম।
চিত্রগুপ্ত হিসেব কষে তোমার প্রতি মূহুর্তের,
আমি তাই আমার নিজের নিয়মতান্ত্রিক হিসেবে ব্যস্ত
তুমি আলেগোছে ভুল করো
আমি নোটবুকে টুকে রাখি।
তুমি সযত্নে আমার পিছু নিতে ব্যস্ত
আমি তোমার প্রতীক্ষায় আনমোনা।
যেন ভুল করি তোমার জন্যই
তুমিও একটা সুযোগ পাও জয়ী হবার।
উল্টোপথে জয় কি খুব শ্রীমান?
তবে পরাজয়ও শ্রীহীন নয়।
তুমি এবং তোমরা!
উল্টোপথে জয়ী হও সেই শুভকামনা।
আমি নিয়মতান্ত্রিক হিসেবে ব্যস্ত
চিত্রগুপ্ত হিসেব কষে ফলাফল দিলে জানিও
কে জয়ী হলো!