যে চোখ মৃত্যু খোজে,
সে চোখে নারী কেবলই ছলনাময়ী।
সে চোখে প্রেমের ইতি ঘটেছে
কেবলই নারীর ছলনায়।


কিছু তৃষ্ণা চোখেরো ছিল,
তৃষ্ণায় মৃত্যু খোঁজা চোখ
নারী বেঈমান কে
বিষাদের জলে স্নান করায়ে
রোজ মৃত্যু খোঁজে।


মৃত্যু হয়না রোজ সে চোখের,
কি এমন সঞ্জীবনী সুধা করেছে সে পান?
চোখের যদি মৃত্যু হতো
বেঁচে যেত অনেক জ্যান্ত লাশের প্রাণ।