একটা সাদা পরীর,
ডানায় হালকা কাঁদা লেগে গেলে,
পরীটা রয় না পরী,
একটা নিরব দেহের,
হৃদয় বন্ধ হলে।
দেহওটা যেন করে তরি গরি।


একটা আপাদমস্তক
ভালবাসার নারী।
সামান্যতে যদি করে আরি।
সেখানে বেমানান ভালবাসা,
হিংসেতে পূর্ণ হলে,
ভরাডুবি হয় ভালবাসার।


একটা ভূল
ছিন্ন করে সব আশার।
একটা অপূর্ণতা
পাথর গুড়োয় ব্যাথায়।
তাঁর নাকের ফুল
যেন ফাঁসিতে ঝুলায় আমায়।


তামার বিষে বিষাক্ত স্বর,
দুঃখে মৃদু হাঁসি।
তাঁর প্রেমেতে ঝুটল আমার,
গলায় মরার ফাঁসি।
চুল ছাড়া ঐ মাথায় যেমন
অনেক অনেক উকুন।
তাঁহার ভালবাসা যেন,
ঘুমন্ত এক শকুন।