চার দেয়ালে আমার বন্দী জীবন ঠিক যেন,
ঘাসের দখলে শিশির।
তারার দখলে আকাশ।
আর স্রোতের বিপরীতে ভেসে স্থির থাকা এক কচুরিপানা।
আমার আকাশজুড়ে বৃষ্টি নামে মৃত্যুর হৈ চৈ নিয়ে
শুধু মৃত্যু হয় না বলেই বৃষ্টির বর্ষন বন্ধ হয়।
আকাশে আলোর ঝিলিমিলি সাথে আবছা শীতল বাতাস, এটেল মাটির পিচ্ছিল কাদায় নিজেকে মাখিয়ে নেই।
এরপর আবার স্নান সমাপ্ত করে নতুন জামায় নিজেকে আড়াল করি।
বেঁচে রই মৃত্যুক্ষুদা নিয়ে।
আবার নতুন দখলদার এসে হাজির হয়।
নিশাচরের দখলে আমার ঘুম।
পিঠের ব্যাথার দখলে আমার বিশ্রাম।
তোমার স্মৃতির দখলে আমার মৃত্যু।