একটা গোলাপি রঙের ডায়েরি,
ছোট্ট একটা মাথার বেন,
কাঠে খোঁদাই একটি ফুল,
নীল রঙ্গা একটি চিরকুট,
ছোট ছোট করে লেখা,
কাঁপা কাঁপা হাতে,
খুব বিশ্রি ছিল লিখাগুলো,
কোনমতেই সামলানো যাচ্ছিলো না
লেখার সবল চরণগুলো,
এ যে প্রথম প্রেমের এক
স্মৃতিময় অধ্যায়,
মনে হচ্ছিল তখন স্বর্গযাত্রা।
কোনরকমে শেষ হলো
নীল রঙ্গা চিঠির শেষ লাইনও এলো,
শব্দটা মন থেকে এসছিল,
শুধুমাত্র তোমার জন্যই এসেছিল।
জানি না কেন এসেছিল,
এই শব্দটি ছিল তোমার আমার
প্রতিটি চিরকুটে,
"ইতি, তোমার হৃদয়ের...."
আমার ইতি হয়েছে,
তোমার জীবন থেকে।
শুধু স্মৃতি নিয়েই বেঁচে আছি আমি,
তবুও দিন শেষে,
তোমাকে একটিবার মনে করেই,
আমি টিকে রই,
মনে হয় আবার একটি চিরকুট লিখি,
সেখানে আবার বলি,
ভালবেসে বলি,
ইতি,
তোমার হৃদয়ের.....