পলক একটু পর পরই,
পড়ছে।
কেন জানি আমার
হৃদকম্পন বাড়ছে।
নিঃশ্বাস ঘন হয়ে
চাহনিটুকু বাড়ছে।
এ পলক
একটু পর পরই
পড়ছে।


নেত্রপল্লব খানি, কেনো জানি!
বিমোহিত করিতেছে
কবিতার মনখানি।
এ রহস্য কী!
আমি ই বা জানি!!
মন চায় চাহনি
কোন মতেই যেন
না হারাই আমি।


ডান হাতের ওপর
বাম হাতখানি,
বাধিয়া রাখিয়াছ যেমনি,
আমাকে কি তুমি
বাধিতে পারিবে তেমনি!!


এ পলক বার বার যেন পড়ে
নিও তুমি আমায় আপন করে।
বাধিয়া রাখিতে চাই
বাহুঢোরে।
এ পলকের দোহাই
নিও আমায় আপন করে।