এ নিদ্রা চেষ্টা,
বৃথা হয়, আঙ্গিনা জুড়ে স্তব্দতা।
থাকে প্রাণহীন ভয়াবহ অন্ধকার।
আমাকে সক্ষমতা যোগায়,
বলে বৃথা হলেও চেষ্টায় রও।
নতুবা সুখ-দুঃখ ভুলে রও।


আমার বৃথা চেষ্টা,
তারে না ভুলিয়ে আরে করে জাগ্রত।
এ যেন শত জনমের পরিচয়,
গেথে রয় মুদ্রা ছাপা অক্ষরে।
শুধু থাকনা তুমি, তোমার স্বাক্ষর।


আমার বর্ণনা ব্যথিত হয়,
দিবালোক,  আলোক হারায়
ত্রিলোক ঘুমন্ত, চির নিদ্রায়।
আমি জেগে রই নিশাচর, পক্ষী পেঁচা
বৃথা হয় আমার শত অনুনয়।


আমার আখি, বদনও ক্রুদ্ধ হয়,
যেন তার ইশারা আমার কাছে কিছুই নয়
তাদেরও বড্ড কষ্ট হয়, তারাও হয় ব্যথিত।
তারাও সর্বদা থাকে চেষ্টায়, কিভাবে হায়
করিবে আমায় সবল, বৃথা হবে বাকি সব।


এ সমর যেন হয় শেষ, আর চাহি না যুদ্ধ
আমারে কেন বারবার এসে করে রাখো অবরুদ্ধ।
আমি গুটায়ে রই, যাচি শুদ্ধতা, শুদ্ধ হলে এবার।
বৃথা হলেও বায়না ধরিব তোমারে আবার পাবার।
তুমি বৃথা করিও আবার।