মৃত্যুর পথ রোধ করে দাড়িয়ে আছে
একটা দূর্বল আদমখোর!
সে সেই দেহের পাহাড়াদার।
সে সরে দাড়ালেই মৃত্যু হবে দেহের
আর দূর্বল আদমখোর তাঁকে খুঁড়ে খাবার আগেই
চেটেপুটে গিলে নিবে সবল আদমখোরেরা।
তাই দূর্বল আদমখোর মৃত্যুর পথ রোধ করে
পৌঁছে যেতে যায় গন্তব্যের অভ্যন্তরে
যেখানে সে নিজের মৃত্যু কামনা করে
হেরে যাবার ভয়ে।