লাশের শহরে পাশ ফিরিয়ে
শুতে রয়েছে নিষেধাজ্ঞা,
মুখ তাই কাঁচা পাশের দিকেই রয়
কেননা সেখানে নেই বেঈমানের কোন অবয়ব।
বেঈমান পাপিনীর নিঃশ্বাসের শব্দ সেখানে পৌছায় না
দেখতে হয় না পাপিনীর দীঘল কালো চুল।
হাজার ভুলেও ভাঙ্গাতে হয় না কারো অভিমান
আমার গন্তব্য সেখানেই,
নিকটবর্তী হও প্রিয়
গোরস্তান।