যেখানে ইতি হয় গীতাঞ্জলি,
সেখানে শুরু হোক নব গোধূলি।
যেখানে প্রিয় জন হারালো কেবল,
ভালো থাক প্রিয়জন প্রার্থনা সবল।


- অন্য কারো হলেই কোন প্রিয় মানুষ অপ্রিয় হয়ে যায় না।
- কেউ হারিয়ে গেলেই তাকে ছুড়ে ফেলে দিতে নেই
- অভিশাপ কিংবা অশুভ কামনাও করতে নেই
- বরং, দীপ্তিমান বিশাল আকাশের পানে দুহাত তুলে তার জন্য একটু শুভ কামনা করাই শ্রেয়।
- যেন সে কোন একদিন নিরবে ভুল করে হলেও তোমার কথা মনে করে।
- নিজের অজান্তেই হয়তো কখনো তার চোখ থেকে দুফোটা জল ঝরে পড়বে।
- আর সেটুকুই হয়তো হবে তোমার অানন্দ
- সেদিন ভুল করে হলেও তোমার ছবিটা সে খুজে বেড়াবে
- ডায়েরির পাতা থেকে শুরু করে পুরোনো বইয়ের ময়লাতেও
- কিংবা কোন পরিচিতজনের কাছে মেসেঞ্জারে
- এভাবেই হয়তো রয়ে যাবে প্রিয়তার ছোয়া
- বিংশ শতাব্দীতে যাত্রা এবং ইতি হওয়া সবকিছু কেবল বিংশ শতাব্দী জুড়েই নয় বরং রয়ে যাবে শত সহস্র বছর পরেও
- বোকামির দন্ড আর স্থবিরতার রেশ কোন একদিন কেটে গিয়ে হয়তো একটা তারার পানেই দুজনের চোখ পরবে কোন এক মুহুর্তে
- এভাবেই আটকে থাকবে প্রিয়তার রেশ
- স্মৃতির দেয়াল জুড়ে সেদিন শুধুই আমার জয়।