আমি ছায়া ছিলাম তোমার পাশে,
বেনী ছিলাম চুলে।
হঠাৎ করে কেন আমায়
দিলে দূরে ঠেলে।


ভাবনা আমায় কাঁদায় ভীষণ,
হাঁসায় তোমায় রোজ!
তুমি বন্ধু কেমন পাষাণ,
নেও না আমার খোজ।


তক্তপোষে তোমায় রাখি,
অনেক আলো মায়ায়!
অন্ধকারে পিষে মারলে
ভালবাসা আমার।


চিমটি কেঁটে দেখেও তোমার
হয়না কেন বিশ্বাস।
তুমিই বন্ধু ছিলে আমার,
হৃদয়ের নিঃশ্বাস।


আমায় নাহয় পরে করিয়া
থাকবে তুমি সুখে।
কষ্ট যেন নাহয় তবুও,
হীন্যতার অসুখে।


অনেক অনেক বিশাল হও,
তাঁরার মত বড়।
আমার কথা ভুলে আবার,
হীন্যতায় না মরো!!