কি ভাবিস!
তোর দেহের প্রতি আমার
অনেক লোভ তাইনা?
হাইস্যকর!
কখনোই তা চাইনা।


কি ভাবছিস!
কথার ভেতর
কিছু লুকিয়ে রেখেছি কিনা?
বোকা মেয়ে
এসব তো বাচ্চা শিশুরও জানা।


কি অবাক হচ্ছিস
একটু হলেও; আপত্তি নেই আমার।
আমি না অমৃত, না কোন চামার
পাগল নাকি!
আমি খুশি, রং দেখেই তোর জামার।


কি অট্টহাসিতে মত্ত!
বলতে বলসিস মনের কথা যত,
আরে, আমি নইতো রসিক ততো
হাইস্যকরও বটে,
প্রেমই তো জানিনা; বাকী দশের মত।


কি অজুহাত!
মানবের সবথেকে বড় হাত।
ঘৃনা এখানেই ভীষণ।
পাগল নাকি!
আমি নই, অজুহাতে সায় দেবার মতন।


কি পতন!
হয়তো ঠিকই হচ্ছে তোমার পতন।
আমিতো বোকা; তবুও ভাবি আপন।
মায়াজাল!
রহস্যের মায়াজালে জানিনা কিসের হবে পতন!


কি ভাবিস; আগামী!!
আরে, এত্ত সোজা না,
ডেকে রাখা নদীর পানি।
আর্তনাদ!
তোর নয়; বরং আমারই হবে জানি।