আমি কটা মুর্তির ঠিক পাশে বসা,
একটু দূরেই কিছু সুলভ সুন্দরী নারী।
সস্তা শাড়ীর সাথে ফুতপাত থেকে নেয়া
কয়েকবার ব্যবহৃত টিপে নিজেকে সাজিয়েছে তারা।
কাঁধে ঝুলে আছে নিউমার্কেট থেকে
কমদামে নেয়া একটা সাইডব্যাগ।
কারো কারো সাথে আছে অপরিপক্ক ফটোগ্রাফার।
কারো সাথে হলুদ পাঞ্জাবি পড়া
হুমায়ূন আহমেদের হিমু।
কেউবা বাদামের খোসা ছাড়াতে ব্যস্ত
কেউ কেউ খুজছে একটু নির্জন জায়গা।
কেউবা গুতিয়ে চলছে মোবাইলের স্ক্রিন।
কেউবা সেই সুলভ নারীর খোঁপায় ফুল দেবার জন্য ব্যস্ত।
আমি এখন জায়গা বদল করব
হ্যাঁ এখুনি,
মাত্রই জায়গা বদল হলো
মুর্তিগুলো থেকে একটুখানি দূরে
এখন সামনে কেবল দুটো কুকুর শুয়ে
তবে দূরত্ব তাদের কম হলেও ছহাত।
লাল- কালো কুকুরেরা ঘুমাচ্ছে
আমি একটা পাষাণ ঠিক পাশে বসা।
আমার সাদা শার্টে পিপড়ে একটা হাটছে,
সরাতে ইচ্ছে করছে না।
হাটুক নাহয় সে সাদা প্রান্তরে।
আবারও সেই সুলভ নারী অপরিপক্ক ফটোগ্রাফার
সহ আমার দুহাত পাশেই এসে বসল।
আমি আবার জায়গা বদল করব।
এখুনি জায়গা বদলাতে গেলাম।
এই সুলভ নারীদের ভীরে
চারুকলা চত্বরে বসা বারণ আমার
আমি জায়গা বদল করছি।
প্রতিনিয়তই করতে থাকব
জায়গা বদল।