সময়টা এত দীর্ঘ না করে,
যদি আগেই হারিয়ে যেতে!
এত যন্ত্রনা হতো না,
তোমায় পেতে হবে ভেবে,
রাত্রি বিসর্জন হত না।
চোখের জলে,
বালিশের কভার ভিজতো না।
হৃদয়ের খামে মরিচা ধরে
ডাকবাক্সে তালা ঝুলতো না।
সুখপাখি অন্য ডালে,
বাসা বানাতে মরিয়া হতো না,
এক সহস্র বিষন্নতা নিয়ে,
আমাকে বাচতে হতো না।
ঘৃনা করতে হতো না
প্রেম নামক শব্দটিকে।
বেঁচের থাকার জন্য অক্সিজেন ছাড়া
তোমার প্রয়োজন অনুভব হতো না।
ইশ!!
যদি হারিয়ে আগেই হারিয়ে যেতে,
তুমিও কষ্ট পেতে না,
আমাকেও সুখ খুজতে হতো না।
দিব্যি চলে যেত যার যার মত করে,
দুজনের দুটি পৃথিবী।
ইশ!!
কেনো হারিয়ে গেলে না অনেক আগে?
যদি হারিয়ে যেতে আগেই!
আমায় শত যন্ত্রনা বুকে চেপে হাসতে হতো না।
তোমাকেও শেষ কলে কাঁদতে হতো না।
ভালোই হতো তাইনা।
এই পৃথিবীতে যে হারিয়ে যায়,
তারেই কেউ আর চায় না।
আমায় মুক্তি দিলে ঠিকি,
হারিয়ে যাবার সব পথ বন্ধ করে তারপর।
নিজেতো ঠিকি হারালে,
আমার শেষ নিঃশ্বাস টুকু আটকে দিয়ে,
এভাবে হারানোতে কি অনেক তৃপ্তি?
উত্তর দিয়ে গেলে ভালো হতো না!
উত্তর টা বেশ হতো তবেই।
যদি আমায় মুক্তি দিয়ে,
হারিয়ে যেতে আগেই।