কাছে থেকে দূরে যদি
যেতে চাও মন
অবেলা প্রেম করো
তেতুল লবন।
আঠার পিরিত যদি
চাই শ্রাদ্ধে
নিয়তির খামে করে
ইতি টেনে দে।
প্রেমের দোহাই দিয়ে
হাজার আলোয়,
পাপীনির সুখ দেখা
নহে কি ভালোই!
গ্রীষ্মের কড়া রোদ
খুব যারে চায়,
দূরে তার কবর দিয়ে
কাছে রয়ে যায়।