তুমি চুলের বেণী খুলে,
আমায় ডাকো কেন?
তুমি ছলের হাঁসি হাঁসো
আমায় ভুলিয়ে, করো হেন তেন।


আমি সদর ঘাটের কুলি,
তোমার মুচকি হাসির শব্দ ধরেই
নিভাই আলো, আকরে ধরো তুমি
আমি তোমার অংশ হই
তারপর তোমার পা দুটি কাঁধে তুলি।