আমি রঙিন না মলিন
তা তোমায় কইব কেন!
আমি মলিন বইলাই তো
মশারাও করে ঘ্যানঘ্যান।
কেউ আবার অট্টহাসিতে বলবে
বোকা নাকি পাকনা বাতেন।
আমি নেহাত স্বাধীনতা খুজি
তোমরা আমায় পরাজিত করো কেন?
আমার চন্দমল্লিকার জীবন
ক্ষানিকটা রঙ্গিন হলেইবা
তোমাদের জ্বলে কেন?
অতএব বজায় রাখ দূরত্ব, থাকো সংযত
অযথা কালক্ষেপণ করছ কেন?