এই বিনিদ্র রাত,
জীবনের হারানো কোন অধ্যায়ে অবনত হই,
খুজে ফিরে মরি একটা পুরানো মুখ।
শামুকের খোলসে ঢেকে গেল সে,
শেষ বেলাতেও হলো না বাহির,
আমি আজো খুঁজে মরি,
পবিত্র এ রাতে,
হাজার বছর সমান ইবাদতের রাতে,
প্রার্থনায় যার সকল ছিল,
আজ কোথায় মিলায়ে গেল,
আধার হইয়া হইল বাহির
বিনিদ্র রাতের অসুখ
খুঁজি কার মুখ?