পান্নাবালা!
খুশি বেলুনের কথা মনে আছে?
শিশু বলে, হাসির ছলে কত্ত দিতাম
অনেক বড় খুশি বেলুন তোমায়।
তিনদিনে তা ফুলিয়ে আবার
দেখাতে যে আমায়।
পান্নাবালা!
এখনো কি আগের মত সেই শিশুটিই আছো?
কেউ কি আজও খুশি বেলুন উপহার দেয় তোমায়?
খুশি বেলুন কই হারালো, কই হারালো খুশি!
কেউ বলে না চিঠির ভাষায়
তোমায় ভালবাসি।
আবার হয়তো খুশি বেলুন ফিরবে তোমার ঘরে
খুশি বেলুন নিয়ে হাসবে আরেক শিশু
যে আসবে নব-ভোরে।