আমি কেবলই-
মুঠি ভরে দাফন করি তোমায়
স্বপ্নের কবরে।
তারপর স্বপ্নের দাফন করি আমাতে।
কবর খুঁজে না পেলে এসো
আমাতে দাফন হইও।
আমার পিঞ্জরের হাড় দিয়ে তোমার
কবরের বাঁশের কাজ চলিয়ে নিও।
আতরের কাজ চালিও চোখের জলে।
যদি আঁতকে উঠো বুকের ভিতরে
জমাট হয়ে থাকা তোমার দেয়া দুঃখ দেখে।
তবে সেই কষ্টের চূর্ণ দিয়ে
তোমার সমাধির চূড়া বানিও।
কবর খুঁজে না পেলে
নির্ভয়ে চলে এসো
আমাতে দাফন হইও।