আমার কবর জুড়ে পানি
মগজ জুড়ে কল্পনা।
কল্পনা জুড়ে জয়ী হবার তীব্র আন্দোলন
আন্দোলনে আমার হাতে কোন প্লেকার্ড নাই
প্লেকার্ড জুড়ে কোন শব্দ লিখা নাই।
শব্দহীন গহীন নিরবতায় যেখানে আমি ভাসছি
সেটা আমার কবর।
আমার কবরে পানি উঠে গেছে।
আমার কাফন ভিজে গেছে।
আমার প্রচন্ড ঠান্ডা লাগছে।
আমায় একটা সেউতি দিবে ইশ্বর?
আমি আমার জীবনের কবরটা সেচিয়া
তীরে উঠিতে চাই।


- Fab Foysal