পরের ট্রেনটা কখনো যদি আসে
বসতে বলো আমার লাশের পাশে।
ঝিকঝিক ঝিক শব্দ করে একটু পরে ছুটে
আমায় নিয়ে দিক পাড়ি সে
হারানো পিয়ার দেশে।
ট্রেনের যদি তেল ফুরিয়ে যায়
মাঝি মাল্লার ডাইকা আইনো
তুলতে বইলো নায়।
স্রোতে যদি বৈঠা ভাঙ্গে
নাওয়ের গলুই আবার পিছে যায়।
আমার লাশটা ভাসায় দিও,
ঐ নদীর মোহনায়।


- লাশটা ভাসিয়ে দিও
- Fab Foysal
- 15/04/2022
- পান্থপথ, ঢাকা।