বদলে দাও সমস্ত অধ্যায়,
যেখানে কালো কালিতে অন্যায় লেখা।
পায়ের বৃদ্ধাঙ্গুলে ভর দিয়ে দাড়িয়ে,
বদলে দাও ঢেকে যাওয়া রোদের গতিপথ।
আলোকিত করে দাও পৃথিবী।
ছড়িয়ে দাও বার্তা হাজারো
সৃষ্টি করো নতুন অধ্যায়,
স্পষ্ট এবং জীবন্ত এক অধ্যায়।
যে অধ্যায়ে লিখা থাকবে বাধ খুলবে কারা!
যে অধ্যায়ে স্পষ্ট হবে পানিবণ্টন।
যে অধ্যায় করবে না ইলিশ পাঠানো গোলামি।
যে অধ্যায় হাঁড়িভাঙ্গা আম খেয়ে
খড়ায় পুড়িয়ে মারবে না কৃষক,
বাধ ভাঙা বন্যা উপহার দিবে না।
ভাসিয়ে দিবে না সুনামগঞ্জ,
পাতিলে ভেসে বেড়াবে না কোন কোলের শিশু।
একঘরের সাতজনের মৃত্যুর ইতিহাস রচিবে না।
হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ কারো মৃত্যুর কারণ হবে না।
এমন এক অধ্যায় সৃষ্টি করে দাও।
যেখানে মানুষ হবে মানুষের
কোটি কোটি টাকা সংগ্রহ করে গায়ক, মোল্লা, ব্যারিস্টার, ইউটিউবার, স্ট্যান্ট রাইডার, সৈনিক কিংবা নেতারা স্বেচ্ছায়  নিবে কুলির দায়িত্ব।
পৌঁছে দিবে ভালবাসা মানুষের কাছে।
বুক উচিয়ে বলবে "মানুষের টা তো দিমু দিমুই, দরকার হইলে বাপের জমি বেইচ্চা আইন্না আপনেগো দিমু"
মা বাবার আদরের দুলালটাও হাটু পানিতে দাড়িয়ে বলবে, "যাদের ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হইছে, বন্যা শেষে আমরা তুলে দিব ইনশাআল্লাহ"
একজন ক্ষুদ্র অভিনেতা বলবে, " দরকার হলে আমি আমার বাইক বিক্রি করে টাকা যোগার করে আবার এখানের মানুষের জন্য আসব"


এমন এক অধ্যায় তোমারা সৃষ্টি করে দাও।
অন্যায়ের অধ্যায় বদলে দিয়ে তোমরা এক
নতুন অধ্যায়ের সৃষ্টি করে দিয়ে যাও।


তোমরা পেরেছো!
ভানবাসী মানুষের জন্য তোমরা
এই অধ্যায় তৈরি করেছো।
সালাম তোমাদের।